ছেলেদের অ,O দিয়ে সুন্দর নাম এবং নামের অর্থ
সুন্দর নাম অবশ্যই একটি সুন্দর ব্যক্তিত্তের পরিচয় দেয়। অবশ্যই আপনার উচিত আপনার নামের সঠিক অর্থ জেনে রাখা। শুধু তাই নয়, একজন অভিভাবক হিসাবে আপনার সন্তান্দের সুন্দর আধুনিক ও মার্জিত ইসলামিক নাম রাখা আপনার একান্তই কর্তব্য। এমন নাম রাখা উচিত নয় যার উচ্চারণ কঠিন ও শ্রুতি মধুর নয়। শিশুর সুন্দর নাম না রাখার ফলে সে তার শৈশব কালে যথেষ্ট হেনস্তার শীকার হতে পারে। এ বিষয়ে অবশ্যই আপনাদের কেই খেয়াল রাখতে হবে।
ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ (1300+) – শিশুর ইসলামিক নাম
মুসলিম হিসাবে আপনার উচিত নিজের শিশুর জন্যে সুন্দর ইসলামিক নাম রাখা। অনেক পিতা/মাতা তার সন্তান জন্মের পর ভিবিন্ন নাম রাখেন কিন্তু অনেক পিতা/মাতা জানেন না, তার সন্তানের নাম ইসলামিক, নাকি অন্যধর্মের নাম। যেসব নাম মুসলিম ধর্মে রাখা উচিৎ নয়।
নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ) বলেন সন্তান জন্মের পর, পিতা/মাতার প্রথম দায়িত্ব হল সন্তানের সুন্দর ইসলামিক নাম রাখা ।
আজ আমরা আপনাদের জন্যে নিয়ে এসেছি ১০০০ এর ও বেশি বাংলা, আধুনিক ইসলামিক নাম ও নামের অর্থসহ তালিকা। যেখান থেকে সহজেই আপনি আপনার শিশুর জন্যে সুন্দর ও আধুনিক ইসলামিক নাম খুজে পাবেন অর্থসহ।
ছেলেদের অ,O দিয়ে সুন্দর নাম এবং নামের অর্থ
অ দিয়ে ছেলেদের নামঃ যেসব পিতা/মাতা তার ছেলে,মেয়েদের নামের প্রথম অক্ষর ইসলামিক একই শব্দ দিয়ে মিলিয়ে রাখতে চান; তাদের জন্য অ,O দিয়ে কিছু ইসলামিক ছেলেদের নাম অর্থসহ নিম্নরূপেঃ
আতেফ আমের
অর্থঃ দয়ালু শাসক
আফজাল আহবাব
অর্থঃ দয়ালু অতি উওম বন্ধু
আকমার আনওয়ার
অর্থঃ অতি উজ্জল জ্যেতিমালা
আকমার আজমাল
অর্থঃ অতি উজ্জল অতি সুন্দর
আবরার হাসিন
অর্থঃ ন্যায়বান সুন্দর
আমজাদ আমের
অর্থঃ অতিদানশীল শাসক
আশহাব আসাদ
অর্থঃ বীর সিংহ
আরও পড়ুনঃ ক্লিক করুন
Comments
Post a Comment